অভিনয় ছেড়ে সন্ন্যাসী হলেন অভিনেত্রী

২১ আগস্ট ২০২২, ০৫:৫৭ PM
নূপুর অলঙ্কার

নূপুর অলঙ্কার © টিডিসি ফটো

ধর্মের টানে অভিনয় ছাড়লেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নূপুর অলঙ্কার। শুধু তাই নয়, বেছে নিয়েছেন সন্ন্যাস জীবন। সম্প্রতি দেশটির এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবন। অভিনয় করেছেন অনেক দর্শকপ্রিয় সিরিয়ালে। অথচ সেই সাফল্যময় জগত ছেড়ে গ্রহণ করলেন সন্ন্যাস। শুধু তাই নয়, মুম্বাইয়ের ঘরবাড়ি ছেড়ে তিনি পাড়ি জমাচ্ছেন হিমালয়ে।

জানা যায়, অনেকদিন ধরেই তিনি আধ্যাত্মিকতার চর্চা করছেন। এবার একেবারে চূড়ান্তভাবে চলে যাচ্ছেন হিমালয়ে। এরইমধ্যে নিজের মুম্বাইয়ের বাসা ভাড়া দিয়ে ফেলেছেন। সেটা থেকে যা আয় হবে, তাতেই নিজের সন্ন্যাস জীবনের খরচ নির্বাহ করবেন।

আরও পড়ুন: বিচ্ছেদের ১৮ বছর পর আবার বিয়ে করলেন তারা

এ বিষয়ে নূপুর বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসেই আমি সন্ন্যাস নিয়েছি। এখন আমি নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছি। আর্তদের সাহায্য করার চেষ্টা করছি। সবসময়ই আধ্যাত্মের পথে হাঁটার ইচ্ছে ছিল। এখন সেই পথ ধরেই হাঁটছি।’

ঠিক কী কারণে বিনোদনের ঝলমলে দুনিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলেন, তা নিয়ে নূপুরের ভাষ্য, ‘অনেকে বলছেন, জীবনের প্রতি বিতৃষ্ণা আসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। না, এই ধারণা ভুল। আসলে করোনার লকডাউনের সময়টা জাগতিক মোহমায়া থেকে মুক্ত হতে শিখিয়েছে।’

মানুষের সেবা করবেন বলেও জানিয়েছেন নূপুর। মোট ২৭ বছরের অভিনয় কেরিয়ারে ১৫৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘শক্তিমান’ থেকে শুরু করে ‘ঘর কী লক্ষ্মী বেটিয়া’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘সাওয়ারিয়া’, ‘সোনালি কেবলের’ মতো ছবিতেও অভিনয় করেছেন।

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬