বিচ্ছেদের ১৮ বছর পর আবার বিয়ে করলেন তারা

২১ আগস্ট ২০২২, ০৩:৫৮ PM
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক © সংগৃহীত

বিচ্ছেদের ১৮ বছর পর আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার জর্জিয়ায় বেন অ্যাফ্লেকের পারিবারিক এস্টেটে ধুমধামের সাথে বিয়ে করেছেন এই জুটি।

বিয়েতে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের আগের সংসারের সন্তানরা হাজির ছিলেন। বিয়েতে বর-কনেসহ সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক।

গত জুলাইয়ের মাঝামাঝিতে লাস ভেগাসে একবার নিজেদের বিয়ের পর্ব সারেন জে'লো এবং বেন। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে জানান দেওয়ার উদ্দেশ্যে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সামনে রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।

আরও পড়ুন: মেয়ের ধর্ষণ চেষ্টার বিচার চাইতে গিয়ে থানায় মার খেলেন বাবা

জর্জিয়ায় বেনের ৮৭ একরের এস্টেট আছে। সেখানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। তিন দিনব্যাপী এই বিয়ের উৎসবে যোগ দিয়েছেন বেন অ্যাফ্লেকের দীর্ঘদিনের বন্ধু, হলিউড তারকা ম্যাট ডেমন এবং পরিচালক কেভিন স্মিথ।

জেনিফার-অ্যাফ্লেকের বিয়েতে অতিথিদের সবার পরনে ছিল সাদা রঙের পোশাক। আর বধূ বেশে থাকা জেনিফার লোপেজের পরনে ছিল ইতালি থেকে বানিয়ে আনা রালফ লরেনের সাদা গাউন।

উল্লেখ্য, জেনিফার লোপেজের এটি চতুর্থ বিয়ে এবং বেন অ্যাফ্লেকের দ্বিতীয়। ২০ বছর আগে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। তাদের বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালে। বাগদানও সেরেছিলেন তখন। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে বাতিল করা হয় এবং সম্পর্কেও ইতি টেনেছিলেন তারা। বিচ্ছেদের পর দুজনেই আলাদা সংসার পেতেছিলেন। তবে দুজনের সংসারই টিকেনি। ২০২২ সালে এসে অবশেষে সম্পর্কের পরিণতি দিয়েছেন হলিউডের আলোচিত এ জুটি।

ট্যাগ: হলিউড
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬