কুয়েট উপাচার্য হওয়ার দৌড়ে এগিয়ে যারা

১১ আগস্ট ২০২২, ০২:০৫ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ১২ আগস্ট। ওই দিন সরকারি ছুটি থাকায় আনুষ্ঠানিকভাবে আজ (বৃহস্পতিবার) তার শেষ কার্যদিবস। এদিকে কুয়েটের সপ্তম উপাচার্য পদে নিয়োগ পেতে মন্ত্রণালয়ে দৌড় ঝাপ শুরু করেছেন অনেকেই। আইন অনুযায়ী, জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেড-১ তালিকাভুক্ত অধ্যাপকরাই ইতোপূর্বে কুয়েটের উপাচার্য হয়েছেন। 

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কুয়েটের উপাচার্য তালিকায় আলোচনায় প্রথমেই রয়েছেন বর্তমান উপাচার্য এবং কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ পদধারী অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন (জ্যেষ্ঠতার ক্রম-১৩)। এরপরই আলোচনায় রয়েছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ পদধারী অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার (জ্যেষ্ঠতার ক্রম-১০), গ্রেড-২ পদধারী অধ্যাপক ড. সোবহান মিয়া (জ্যেষ্ঠতার ক্রম-৪৮) এবং  সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-২ পদধারী অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশীদ (জ্যেষ্ঠতার ক্রম-২৫)। এদের মধ্যে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ  হোসেন কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অপর তিনজন রুয়েটের। 

কুয়েটে জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেড-১ তালিকাভুক্ত ২৮ জন অধ্যাপক রয়েছেন। এর মধ্যে কুয়েটের সাবেক শিক্ষার্থী ১০ জন। উল্লেখ্য, গত চার বছরে কুয়েটে অ্যাডহক এবং মাস্টাররোলে কোনো নিয়োগ হয়নি। যার ফলে নিয়োগ বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না। চালু হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’ ও ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যা বলল জবি

কুয়েটে বর্তমান উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন জানান, আমাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া হলে বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই। গবেষণা কাজে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে চাই।

২০১৮ সালের ১৩ আগস্ট বর্তমান উপাচার্য পদে প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য (ভিসি) ছিলেন। 

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বাস্তবায়নে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থানে কুয়েট। নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন কুয়েট শিক্ষার্থীদের টিম। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মুজিব শতবর্ষে মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়েছে সংবর্ধনা এবং প্রকাশিত হয়েছে মুজিববর্ষের স্মরণিকা ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’।

ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9