ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ

১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ PM
বাম থেকে মুন্সী রফিকুল আলম ও এস এম কামাল উদ্দিন

বাম থেকে মুন্সী রফিকুল আলম ও এস এম কামাল উদ্দিন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনকে এ নোটিশ দেওয়া হয়।

আজ শনিবার (১৭ জানুয়ারি) অভিযোগটি নজরে আসার পর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সিভিল জজ মো. এহসানুল হক তাদের বিরুদ্ধে পৃথক কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন

নোটিশে বলা হয়, রফিকুল আলম মজনু নামীয় ভেরিফাইড ফেসবুক পেইজ হতে বিভিন্ন সময় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে নানান ধরনের পোস্টার, ব্যানার ও ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধিদ্বয়ের লঙ্ঘন। ফলে উক্ত ফেসবুক পেইজের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেসবুক পেইজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনী অভিযোগ নং- ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হোক।

নোটিশে আরও বলা হয়,উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারি, ২০২৬ এর আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। সুতরাং রফিকুল আলম মজনুকে আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার (অভিযুক্ত প্রার্থী) বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

অপরদিকে পৃথক আরেকটি নোটিশে বলা হয়,, এডভোকেট এসএম কামাল উদ্দিন এবং জননেতা কামাল ভাই ফেনী-১ নামীয় ফেসবুক পেইজ হতে বিভিন্ন সময় দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চেয়ে নানান ধরনের পোস্টার, ব্যানার ও গণসংযোগ কার্যক্রমের ভিডিও প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দলও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধিদ্বয়ের লঙ্ঘন। ফলে উক্ত ফেসবুক পেইজদ্বয়ের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্ব-উদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেসবুক পেইজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনি অভিযোগ নং ০২/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হোক।

নোটিশে আরও বলা হয়,উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই। সুতরাং এসএম কামাল উদ্দিনকে আগামী ২১ জানুয়ারি বিকাল ৩টায় অত্র নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-০১ এর অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র সিভিল জজ আদালত, ছাগলনাইয়া) সশরীরে উপস্থিত হয়ে অত্র কমিটি নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হল। ব্যর্থতায়, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অবগতির জন্য উভয় আদেশের কপি অভিযুক্ত প্রার্থী, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, কারণ দর্শানোর নোটিশটি জুডিশিয়ারি বিভাগ থেকে দেওয়া হয়েছে। তিনটি আসনের জন্য তিনজন সিভিল জজ এসব বিষয়ে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ: ফেনী
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল আজ, ভর্তি …
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পরিদর্শকের মৌখিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউটিউব থেকে বাড়তি আয়ের ৩ কৌশল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9