ত্রিভুজ প্রেমের সিনেমার নাম ‘মৌসুমী’!

মৌসুমী
মৌসুমী  © ফাইল ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারে প্রায় ৩০ বছর পূর্ণ করেছেন তিনি। এখনো সমানতালে অভিনয় করছেন তিনি। ৪৮ বছর বয়সেও তারুণ্যের দীপ্তি ছড়াচ্ছেন। 

দেশের সিনেমায় খুবই কমই নারী প্রধান চরিত্র দেখা গেছে। তবে চিত্রনায়িকা মৌসুমীর ক্ষেত্রে প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। বেশ কিছু সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী। এছাড়া এই অভিনেত্রীর নামেই চলচ্চিত্র ‘মৌসুমী’ নির্মিত হয়েছিল।

পরিচালক নাজমুল হুদা মিন্টু ‘মৌসুমী’ নামে সিনেমাটি নির্মাণ করেছিলেন। যদিও দেশের সিনেমায় ইতিহাসে নায়িকার নামে তেমনিভাবে সিনেমা নির্মাণ হয়নি। এক্ষেত্রে মৌসুমী ভিন্ন এক উদাহরণ। ‘মৌসুমী’ সিনেমায় বেশ কিছু কালজয়ী গান ছিল। বিশেষ করে ‘সেই মেয়েটি’ এবং ‘চারিদিকে শুধু তুমি’ গান দু’টি।

‘মৌসুমী’ সিনেমায় চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে অমিত হাসান ও নাদিম হায়দার অভিনয় করেছিলেন। সিনেমা গতানুগতিক ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছিল।

এদিকে পরিচালক দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ প্রথম জুটি বেঁধেছিলেন মৌসুমী ও ওমর সানী। এই সিনেমায় মৌসুমীকে ‘দোলা’ চরিত্রেই পর্দায় দেখা যায়।

লেডি অ্যাকশনে নির্মিত সিনেমা ‘বিদ্রোহী বধূ’। পরিচালনা করেছিলেন ইস্পাহানি আরিফ জাহান। এছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত লেডি অ্যাকশন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী। সিনেমায় দু’টির কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন তিনি।

এছাড়াও আরও বেশ কিছু সিনেমায় মৌসুমীকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সিনেমাগুলো হলো- ‘গোলাপি এখন বিলাতে’, ‘গরিবের রাণী’, ‘লাট সাহেবের মেয়ে, ‘রূপসী রাজকন্যা’, ‘মিস ডায়না’, ‘খায়রুন সুন্দরী’, ‘বাংলার বউ’, মৌসুমী নিজে পরিচালিত ‘মেহেরনেগার’।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence