শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শনী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:১০ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:১০ PM
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (বিদ্রোহী অংশ) ঢাবি শাখা এ প্রদর্শনীর আয়োজন করবে।
সোমবার(১৩ডিসেম্বর) ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি রাগীব নাঈম এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে নানা কর্মসূচি
তিনি জানিয়েছেন, কাল থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যারা ছিলেন,যারা আছেন’ ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের সচিত্রজীবনী ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
পাশাপাশি একই সময়ে ঢাবি চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘স্মৃতির বিজয়' শীর্ষক ৩ দিনব্যাপী পৃথক আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।
ঢাবি চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।