শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শনী

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাবিতে চলচ্চিত্র প্রদর্শন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (বিদ্রোহী অংশ) ঢাবি শাখা এ প্রদর্শনীর আয়োজন করবে।

সোমবার(১৩ডিসেম্বর) ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি রাগীব নাঈম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে নানা কর্মসূচি

তিনি জানিয়েছেন, কাল থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘যারা ছিলেন,যারা আছেন’ ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের সচিত্রজীবনী ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

পাশাপাশি একই সময়ে ঢাবি চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘স্মৃতির বিজয়' শীর্ষক ৩ দিনব্যাপী পৃথক আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, ফানুস উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা  আয়োজন।

ঢাবি চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ