ঢাবি ভর্তি পরীক্ষার পর বিসিএসের প্রশ্নেও ‘রেহানা মরিয়ম’

২৯ অক্টোবর ২০২১, ০৩:৪৫ PM
রেহানা মরিয়ম নূর

রেহানা মরিয়ম নূর © সংগৃহীত

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিটি নিয়ে প্রশ্ন এসেছে। চলচ্চিটি এরই মধ্যে কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। এছাড়া এটি এ বছর বাংলাদেশ থেকে একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার)-এর ৯৯৪ আসরের জন্য মনোনয়ন পেয়েছে।

এর আগে, গেল সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে প্রশ্ন আসে। বিষয়টি সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

‘রেহানা মরিয়ম নূর’-এর নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, এবারের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটি প্রশ্ন ছিলো ‘রেহানা মরিয়ম নূর-এর পরিচালক কে?’ এটাতো আমাদের সিনেমা সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয়। আমরাও ভাবিনি বিষয়টি।

৪৩তম বিসিএসের প্রশ্নপত্রে ‘রেহানা মরিয়ম’

তিনি বলেন, একজন শুভাকাঙ্ক্ষি প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় আমাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিলো। শুধু আমাদের নয়, নিঃসন্দেহে এটা বাংলা সিনেমার জন্যই দারুণ খবর।

২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। প্রটোকল ও মেট্রোর ব্যানারে এটি প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। এই চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি। এরইমধ্যে অস্কারে যাচ্ছে। তবে সিনেমাটি চলতি বছরের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঢাবি ‘ঘ ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ‘রেহানা মরিয়ম’

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, বিসিএস এর মতো এমন বড় পাব্লিক পরীক্ষায় যখন বাংলা সিনেমা নিয়ে একটি প্রশ্ন রাখা হয়েছে, এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী। যারা সামনে বিভিন্ন পাব্লিক পরীক্ষায় অংশ নিবেন, বিসিএস এর প্রশ্নপত্রে ‘রেহানা মরিয়ম নূর’ প্রসঙ্গটি থাকায় হয়তো অনেকেই বাংলা সিনেমা নিয়ে আগ্রহী হয়ে উঠবেন।

ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬