আজীবন সম্মাননা পাচ্ছেন আতাউর রহমান

২৭ নভেম্বর ২০২০, ০৩:০০ PM

© ফাইল ফটো

বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক ও মঞ্চসারথি আতাউর রহমানকে আজীবন সম্মাননা দিচ্ছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)। আগামীকাল শনিবার সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে আতাউর রহমানকে এই পুরস্কারে ভূষিত করা হবে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের রজত জয়ন্তী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে আতাউর রহমান বলেন, স্বীকৃতি যে কোনো মানুষকে আনন্দিত ও গর্বিত করে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে আমার প্রধান বিচরণ ক্ষেত্র ছিল মঞ্চ নাটক। অভিনয় ও নির্দেশনা ছিল আমার নেশা। টেলিভিশনে বহু নাটকে অভিনয় করে কাজের স্বীকৃতিও পেয়েছি। তিনটি চলচ্চিত্রেও অভিনয় করেছি।

কিন্তু চলচ্চিত্র ও টেলিভিশন নাটক কখনও পরিচালনা করিনি। খণ্ডকালীন অধ্যাপনা করেছি একাধিক প্রতিষ্ঠানে। বিদেশে ভ্রমণ করেছি বহুবার নাট্য বিষয়ে বক্তৃতা দেয়ার জন্য। আমার জীবনের সঙ্গে মঞ্চ নাটক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

তিনি বলেন, বাংলাদেশে কালচারাল রিপোটার্স অ্যাসোসিয়েশন শিল্প ভুবনের কাজের জন্য আজীবন সম্মাননা দিচ্ছে জেনে এই পরিণত বয়সে আমি আনন্দিত এবং অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞ।

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে হোমিও ক্লিনিকের পরিচালক আটক
  • ২৫ জানুয়ারি ২০২৬
চকরিয়ায় ১০ দলীয় জোটের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠিত
  • ২৫ জানুয়ারি ২০২৬
সকালে ভূমিকম্পে কাঁপল এক জেলা
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
  • ২৫ জানুয়ারি ২০২৬
ববিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে দুই বিভাগের সংঘর্ষ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা
  • ২৫ জানুয়ারি ২০২৬