সাইফ আলী খানের হামলাকারী সন্দেহে আটক যুবক নিরপরাধ

সাইফ আলী খান
সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী সন্দেহে শুক্রবার (১৭ জানুয়ারি) এক যুবককে আটক করে মুম্বাই পুলিশ। কিন্তু পরবর্তীতে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সেই যুবক নিরপরাধ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে বাড়িতে ঢুকে ছুরি দিয়ে সাইফকে কোপায় দুর্বৃত্তরা। তারপর থেকে শুরু হয়েছে পুলিশের চিরুনি অভিযান। তার জেরেই ধরা পড়েন এক সন্দেহভাজন যুবক। প্রাথমিকভাবে তখন অনুমান করা হয়, তাকেই নাকি সাইফের বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

এরপর বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়ে তার খোঁজ পায় পুলিশ। ওই সন্দেহভাজনের গতিবিধি নজরে আসে পুলিশের। এরপরই আটক করা হয় ওই ব্যক্তিকে।

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, পুলিশ হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থেকে এক ব্যক্তিকে থানায় নিয়ে আসে। যে সন্দেহভাজন ব্যক্তিকে এনে জেরা চলছিল, তার সঙ্গে আদতে এই মামলার কোনো যোগসূত্রই নেই। এখনও পর্যন্ত এ ঘটনায় অভিযুক্তরা আমাদের অধরা।

এদিকে প্রশাসনের অনুমান, সাইফের বাসা থেকে বেরিয়ে হামলাকারীরা পোশাক বদলে নিতে পারে। পুলিশ ইতোমধ্যেই ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে, প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি, তথ্যদাতাদের দেওয়া তথ্য অনুসরণ করে বাকি অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence