ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি পরীমনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
পরীমনি অভিনীত কলকাতার প্রথম ‘ফেলুবক্সী’ সিনেমার মুক্তি পাচ্ছে শুক্রবার (১৭ জানুয়ারি)। এর মাধ্যমে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে পরীমনির। তবে ভিসা জটিলতার কারণে সিনেমার প্রচারে ভারতে যেতে পারেননি পরীমনি।
এ বিষয়ে গণমাধ্যমকে পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাবো।’
জানা গেছে, ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।