তাহসানের হবু শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক

০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM

সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোরণ তুলেছিল ভক্তদের মাঝে। ভক্তরা বুঝেই গিয়েছিলেন বিয়ে করছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শনিবার (৪ জানুয়ারি) নিজেই তার হবু বিবাহিত স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

বিয়ের আলোচনার মধ্যেই শুরু তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদের বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা বলছেন, রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে তেমন স‌ক্রিয় হতে দেখা যায়‌নি। তবে ২০১৩ সা‌লের দিকে নি‌জের অবস্থান জানান দিতে গিয়ে আবার আলোচনায় আসেন পানামা ফারুক।

তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী জা‌নিয়ে‌ছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ৬/৭ জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। একপর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুপক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হন ফারুক আহম্মেদ।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

পানামা ফারুকের ভাই মনা আহম্মেদ বলেন, শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌টি হয়েছে। রোজার প‌রিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন। আমি না থাকায় বিস্তা‌রিত বলতে পার‌ছি না।

তবে এ বিয়েতে আমরাসহ প‌রিবারের সবাই অনেক খু‌শি, সেই সঙ্গে ব‌রিশালবাসীও খু‌শি জা‌নিয়ে তি‌নি বলেন, আব্বা-আম্মা ও ভাইবোনরা বিয়েতে গিয়ে‌ছিল। তারা বাড়িতে আসলে কবে তাহসান ব‌রিশালে আসবে সে বিষয়ে জানতে পারবে।

‘জয়–পরাজয়ের ভুলে সবাই বলছে—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই জিতে গেছে’
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষরের বাধ্যবাধকতার প্রতিবা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ‘বিস্মিত ও ক্ষুব্ধ’ …
  • ০৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির অভ্যন্তরীণ সড়কে স্পিড ব্রেকার না থাকায় বাড়ছে দুর্…
  • ০৯ জানুয়ারি ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
  • ০৯ জানুয়ারি ২০২৬
সিন্ডকেটের সিদ্ধান্ত জানতে চেয়ে বেরোবিতে ইউজিসির চিঠি
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9