চমক নিয়ে আসছেন মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী
মেহজাবিন চৌধুরী  © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 'মেহু' অভিনীত ‘প্রিয় মালতী’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবিন চৌধুরীর।

সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দুই প্রযোজক আদনান আল রাজীব ও রেদওয়ান রনি।

শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তাকে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাছ থেকে সিনেমাটি ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে।

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা ও সংগ্রাম শুধু তার একার নয়, এগুলো দেশের মানুষের সমস্যা ও সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশাপাশি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে।’

এ সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, রিজভী রিজু প্রমুখ।

উল্লেখ্য, ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে প্রিয় মালতী। ইতোমধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence