সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজসহ পশ্চিমা তারকারা

১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ © সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ মাতালেন একঝাঁক পশ্চিমা মডেল এবং অভিনয়-সংগীত জগতের তারকারা। রিয়াদের  এক অভিজাত হোটেলে জমকালো ফ্যাশন শো-তে অংশ নেন পপ আইকন জেনিফার লোপেজ, সংগীত তারকা সেলিন ডিওন, অভিনেত্রী হ্যালি বেরি প্রমুখ। এ ছাড়াও  ছিল পশ্চিমের খ্যাতিমান মডেলদের নানা ক্যাটওয়াক ও দৃষ্টিনন্দন ফ্যাশন শো। ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে প্রায় অর্ধনগ্ন হয়ে মডেল ও অতিথিরা নানা পরিবেশনায় অংশ নেন। 

লেবানিজ ফ্যাশন আইকন ও খ্যাতনামা ডিজাইনার এলি সাব-এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে এই দৃষ্টিনন্দন ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, রিয়াদে ফ্যাশন শো-এর পেছনের কারিগর এলি সাব। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন। শো-এর উদ্বোধন করেছিলেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি, যিনি ২০০২ সালে প্রথম অস্কার জয়ী 'বেস্ট অ্যাক্ট্রেস' পুরস্কার পাওয়ার সময় পরিধান করেছিলেন এলি সাব-এর ডিজাইন করা একটি গাউন।

শো-এর আগে বেরি জানান, এটি তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এলি সাব-এর সাথে প্রথমবার দেখা করা সত্যিই স্মরণীয়। তিনি বলেন, ‘২২ বছর ধরে তার (এলি সাব) সঙ্গে সংযুক্ত রয়েছি এবং এখন তাকে আবেগের সঙ্গে ধন্যবাদ জানাতে পারছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওয়া।’

সেলিব্রিটি স্টাইলিস্ট ল ডি রোচ এলি সাব-এর শৈলীর গুণগত মান নিয়ে বলেন, ‘এলি সাব এমন একজন কুটিউরিয়ার, যার ডিজাইনগুলি প্রজন্মের পর প্রজন্মে সঞ্চিত হতে পারে এবং পুনরায় ব্যাখ্যা করা সম্ভব।’

এরপর সিলভার এবং নীল রঙের পোশাক প্রদর্শন করা হয়। যেখানে এলি সাব-এর লেবানিজ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে, লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম এবং মিসরীয় তারকা আমর দীব গান পরিবেশন করেন।

আজরাম বলেন, ‘এলি সাব নামটি নিজেই পরিচিত। যখন আমি এলি সাব পরিধান করি, আমি আরো সুন্দর দেখতে পাই। আমি খুশি যে একজন লেবানিজ সৃজনশীল মানুষকে সম্মানিত করা হচ্ছে, যে খুব সফল এবং আমরা সবাই তাকে নিজের মতোই দেখতে পাই।’

শোটির সমাপ্তি ঘটে সেলিন ডিওন-এর এক আবেগপূর্ণ ও শক্তিশালী পরিবেশনায়, যা দর্শকদের দাঁড়িয়ে উল্লসিত করে তোলে। ডিওন বলেন, ‘এলি সাব-এর সাথে কাজ করা এক স্বপ্নের মতো। তার দানশীলতা এবং প্রতিভা অসাধারণ, এবং আমি বহু বছর ধরে তার ডিজাইন পরিধান করেছি।’

এলিয় সাব জুনিয়র, এলি সাব-এর সিইও জানান, আমরা অনেক দিন ধরে চিন্তা করছিলাম কীভাবে রিয়াদের কেন্দ্রে একটি আন্তর্জাতিক উচ্চ ফ্যাশন ইভেন্ট আয়োজন করা যায়। এটি শুধুমাত্র রিয়াদ অথবা সৌদি আরবের জন্য নয়, এটি বিশ্বের ফ্যাশন শিল্পের জন্য একটি একরকম ঘটনা।

এদিকে ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে বিশ্বের মুসলিম দেশগুলোর নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকেই। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন, তখন উপস্থিত দর্শকরাও চমকে যান। তারকাদের অঙ্গভঙ্গি দেখে বোঝার উপায় ছিল না এটি ইসলামের বার্তাবাহক কোনো দেশের মঞ্চ না কি হলিউডের কোনো শো।

ট্যাগ: বিনোদন
ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে, পদ ২৮৫, আবেদন শু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান
  • ১৯ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9