সবাইকে ধন্যবাদ ফেসবুকে পোস্টে যা লিখলেন মেহজাবীন

০৩ নভেম্বর ২০২৪, ১২:৫৩ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী © ফাইল ফটো

চট্টগ্রাম নগরে বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। তবে মেহজাবীন চৌধুরীকে ছাড়াই শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ ঘটনার পর তার খোঁজ নেওয়ার জন্য ভক্তসহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী। বর্তমানে তিনি বাসায় নিরাপদে আছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেরিফায়েড ফেইসবুক পেজের এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানান তিনি।

জানা যায়, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে খুকি লাইফ স্টাইলের শোরুমের উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। শনিবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠানের আগে শোরুমের সামনের এলাকায় অবস্থান নেন ৫০–৬০ জন ব্যক্তি। তারা স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি বলে পুলিশ জানায়।

পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। 

তিনি আরও লেখেন, আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

বিপিসির পাইপলাইন ছিদ্র করে তেল চুরির চেষ্টা, আটক ১
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে ধারাভাষ্য প্যানেলে আরেক চমক
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে শিবিরের বিজয় অন্য ছাত্র সংসদগুলোর চেয়ে বেশি তাৎপর্যপ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হেরে গেলেও বুক ফুলিয়ে বলতে পারব, জগন্নাথেও ছাত্র সংসদ নির্ব…
  • ০৮ জানুয়ারি ২০২৬
মার্কেটিং অফিসার নেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন অনলাইনে
  • ০৮ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে আইপিএলে ফেরত চেয়েছিল বিসিসিআই, সাড়া দেয়নি বিসিবি
  • ০৮ জানুয়ারি ২০২৬