সাদিয়া আয়মানের দুঃখ প্রকাশ, দায় চাপালেন চ্যানেলের কাঁধে

২৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান © সংগৃহীত

প্রচারণামূলক লাইভ কাণ্ডে সমালোচনার শিকার হয়ে ফেসবুক ছেড়েছিলেন সাদিয়া আয়মান। বেশ কদিন ডিয়্যাকটিভ থাকার পর আবারও ফেসবুকে ফিরেছেন তিনি, দিয়েছেন ঘটনার ব্যাখ্যা। ঘটনার দায় তিনি চাপিয়েছেন চ্যানেলের কাঁধে। যদিও শিল্পী হিসেবে কিছু দায় নিজের কাঁধেও নিয়েছেন।

তবে দুঃখ প্রকাশ করে এ ধরনের প্রচারণায় আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

গতকাল (২৫ অক্টোবর) শুক্রবার ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। শিগগিরই তার একটি ওয়েব ফিল্ম অবমুক্ত হতে যাচ্ছে। ভিন্ন কায়দায় সেটির প্রচারণা চালাতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’

দর্শক-অনুরাগীদের অকুণ্ঠ সমর্থনে কৃতজ্ঞ সাদিয়া লিখেছেন, ‘আপনারাই আমার ভালোবাসার জায়গা। তাই মনে হলো, কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি। তবে কী অভিনয় করবো, কী ডায়ালগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে। এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়ও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করে দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলে প্রমোশনে অংশ নিই, যেমন অনেক কষ্ট করে শুটিং শেষ করি। শুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো-অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

যে লাইভের জন্য সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন, সেটির দায় চ্যানেল কর্তৃপক্ষের কাঁধে চাপিয়ে সাদিয়া আয়মান জানান, শুরুতে প্রচারণার এই পদ্ধতিতে তিনি রাজি হননি। চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানায়, এ ধরনের প্রচারণা তারা আগেও চালিয়েছে।

এ প্রসঙ্গে পোস্টে সাদিয়া লেখেন, ‘এই হরর জনরার কনটেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা শোনার পর প্রথমে চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে “না” করি। পরে জানতে পারি এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করা হয়েছে। তারপর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষ আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টারও দিয়ে দেওয়া হয়, যাতে আপনারা বুঝতে পারেন যে, এটা একটি ফিল্মের প্রমোশন।’

ঘটনার দায় কাঁধে নিয়ে দুঃখ প্রকাশ করেছে ওই ওয়েব ফিল্মের প্রযোজনা প্রতিষ্ঠান দীপ্ত প্লে। ভেরিফায়েড ফেসবুক পেজে তারা লিখেছেন, ‘সম্প্রতি দীপ্ত অরিজিনাল ফিল্ম “বিভাবরী”র প্রমোশনালে অংশ নিতে অভিনয়শিল্পী সাদিয়া আয়মান একটি লাইভে অংশ নেন। প্রমোশনটি অসম্পূর্ণ থাকায় ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয় এবং পুরো বিষয়টি অনেকেই নেতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনভিপ্রেত এই ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

ট্যাগ: বিনোদন
নির্বাচনে থাকবে ২০০ প্রতিনিধি: জামায়াতের সঙ্গে বৈঠকে ইইউ
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পায়নি ডিপিই, ফল…
  • ১২ জানুয়ারি ২০২৬
সন্ধ্যায় ঢাকা আসছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
  • ১২ জানুয়ারি ২০২৬
একসঙ্গে বিপিএল মাতাতে ছেলেকে তৈরির গল্প জানালেন মোহাম্মদ নবি
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফে গুলিতে শিশু আহতের প্রতিবাদে মানববন্ধন
  • ১২ জানুয়ারি ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9