আবারও মা হচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক

ছবি
ছবি  © সংগৃহীত

আবারও মা হচ্ছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি নিজেই। এমন খবর পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায়সহ টালিউড তারকারা।

এদিন কোয়েল তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় স্বামী প্রযোজক নিশপাল সিং ও ছেলে কবীরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। কোয়েল লিখেছেন, ‘সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শিগগিরই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

আরও পড়ুন: আমার ইশারায় গোটা বলিউড নাচে: শাহরুখ খান

প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিসপাল। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে পুত্রসন্তান কবীর। সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। আর এবার দেবীপক্ষের শুরুতেই সুখবর দিলেন কোয়েল। 

কয়েকদিন আগেই ‘মিতিন মাসি’ আগামী ছবির শুটিং শেষ করেছেন কোয়েল। মার্চ মাসে সেই শুটিংয়ে আহতও হয়েছিলেন কোয়েল। তবে কোয়েল এখন একেবারে সুস্থ।

 


সর্বশেষ সংবাদ