তিন বছর পর আবারও বসছে ঢাকা লিট ফেস্ট

২১ অক্টোবর ২০২২, ০২:৩৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
ঢাকা লিট ফেস্ট

ঢাকা লিট ফেস্ট © সংগৃহীত

করোনার প্রকোপে টানা তিন বছর বন্ধ থাকার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আবারও বসছে শিল্প-সাহিত্যের অন্যতম জনপ্রিয় আসর ‘ঢাকা লিট ফেস্ট’ (ডিএলএফ)। আগামী বছরের ৫ থেকে ৮ জানুয়ারিতে  অনুষ্ঠিত হবে  ঢাকা লিট ফেস্টের দশম আসর। শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার ও কাজী আনিস আহমেদ।

ঢাকা লিট ফেস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালে অনুষ্ঠেয় উৎসবের সম্ভাব্য ২০০ জন বক্তার মধ্য থেকে প্রথম ২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ওরহান পামুক, আবদুলরাজাক গুরনাহ, নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট, আনিসুল হক, মাশরুর আরেফিন, জয়া আহসান, কামাল নাসের চৌধুরী, জাফর ইকবাল ও মারিনা তাবাসসুম।

চার দিনের এই আয়োজনে বৈচিত্র্যময় আলোচনার পাশাপাশি থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত নবম লিট ফেস্টে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা লিট ফেস্টের যাত্রা শুরু হয় ২০১১ সালে। ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদের পরিচালনায় এ উৎসব হয়ে আসছে। কল্পকাহিনি বা গল্প থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, কবিতা ও অনুবাদ, বিজ্ঞান ও গণিত, ধর্ম ও দর্শন—সবই এই উৎসবের আলোচনার বিষয়বস্তু।

ট্যাগ: উৎসব
স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬