২ হাজার ৫০০ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কলাস্টিকা’র এসটিইএম উৎসব

অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কলাস্টিকা’র এসটিইএম উৎসব
অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কলাস্টিকা’র এসটিইএম উৎসব  © সংগৃহীত

বাংলাদেশের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকা আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান কার্নিভাল ২০২৫ (এসএমএসসি-২৫)। এবারের আয়োজনটি ২০ জুন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার পর ২২ জুন রাজধানীর মিরপুরে অবস্থিত স্কলাস্টিকার সিনিয়র ক্যাম্পাসে সশরীরে উদযাপিত হবে।

স্কলাস্টিকা ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ইন্টারঅ্যাকটিভ কার্নিভালটি গণিত ও বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তুলতে একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি শুধুই একটি প্রতিযোগিতা নয়, বরং একটি সহযোগিতামূলক ও সৃজনশীল পরিবেশে নিজ নিজ দক্ষতা প্রকাশের একটি বড় সুযোগ।

প্রায় ২৫০০ শিক্ষার্থী নিয়ে এসএমএসসি-২৫ হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ এসটিইএম (Science, Technology, Engineering, and Mathematics) উৎসব। পুরো দিনব্যাপী আয়োজনে থাকছে ১৫টিরও বেশি আকর্ষণীয় সেগমেন্ট—যার মধ্যে রয়েছে গণিত অলিম্পিয়াড, লজিক গেমস, STEM প্রজেক্ট প্রদর্শনী, সেমিনার এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন।

কার্নিভালটির অফিশিয়াল প্ল্যাটফর্ম পার্টনার হিসেবে রয়েছে ‘গণিতযজ্ঞ’, যারা এর আগেও ভার্চুয়াল প্রতিযোগিতাগুলো সফলভাবে আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ক্লাব (BDMOC)। পাশাপাশি অ্যাসোসিয়েট পার্টনার Earth’s Ants পরিবেশ ও বৈশ্বিক সংকট নিয়ে আয়োজন করছে একটি বিশেষ সেমিনার—‘কোড রেড: ধ্বংসের দ্বারপ্রান্তে STEM কি আমাদের বাঁচাতে পারবে?’ সেমিনারটিতে অংশগ্রহণকারীদের পরিবেশ বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে কিভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সচেতন করা হবে।

আয়োজনের প্রধান উদ্যোক্তাদের একজন, স্কলাস্টিকা ম্যাথ ক্লাবের প্রেসিডেন্ট ও সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. সামিউ হোসাইন বলেন, ‘SMSC-25 আমাদের অনেকেরই স্বপ্ন ছিল। সেটি বাস্তব রূপ নিতে দেখা এবং এই পরিসরে সেটি আয়োজন করতে পারা, আমাদের জন্য বিশাল আনন্দের। এত বিপুল সংখ্যক আগ্রহী ও উদ্যমী অংশগ্রহণকারী দেখে বোঝা যায়, আমাদের দেশের তরুণ প্রজন্ম গণিত ও বিজ্ঞানের প্রতি কতটা আগ্রহী ও অনুরাগী।’

SMSC-25 স্কলাস্টিকার বৃহত্তর লক্ষ্য ও অঙ্গীকারের প্রতিফলন—যেখানে STEM শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে, ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও সমাজের পরিবর্তনকারী নেতাদের তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। এমন আয়োজনের মধ্য দিয়ে স্কলাস্টিকা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত গড়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে। 


সর্বশেষ সংবাদ