ইংরেজি মাধ্যম ছাত্রকে অপহরণ গাড়িচালকের, নিজেও অপহৃত হওয়ার নাটক

২২ মার্চ ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
মাস্টারমাইন্ড স্কুল

মাস্টারমাইন্ড স্কুল © লোগো

রাজধানীর ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান মাস্টারমাইন্ড স্কুলের স্কুলছাত্র জামিনুর রহমান (১১) ও গাড়িচালককে অস্ত্রের মুখে জিম্মি করা হয়েছে। অপহরণকারীরা স্কুলছাত্রের পরিবারকে ফোন করে কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীদের কাছে ২০ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জানা গেল, এই অপহরণের মূল পরিকল্পনাকারী গাড়িচালক। তিনি নিজে অপহৃত হওয়ার নাটক করেছিলেন।

জিজ্ঞাসাবাদে ওই গাড়িচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য জানিয়েছে। গাড়িচালকের নাম মো. কামরুল। তার বাড়ি ভোলায়।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২০ মার্চ) সকালে ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত স্কুলছাত্র ব্যবসায়ী আনিসুর রহমানের ছেলে। তিনি মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী। আনিসুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক কামরুল। অপহরণের ঘটনায় গত বুধবারই ধানমন্ডি থানায় অভিযোগ দেন ব্যবসায়ী আনিসুর রহমানের ভাই হাবিবুর রহমান। পুলিশকে না জানিয়ে স্বজনেরা অপহরণকারীদের কাছে ২০ লাখ টাকা পৌঁছে দেওয়ার পর স্কুলছাত্র জামিনুর ও চালক কামরুল বাসায় ফিরে আসেন।

ডিবি পুলিশ বলছে, কামরুলকে জিজ্ঞাসাবাদ করার পর অপহরণের নেপথ্যের ঘটনা বেরিয়ে আসে। শুরু থেকেই তার আচরণ সন্দেহজনক ছিল। এ কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে তিনি অপহরণের পরিকল্পনা এবং নিজে অপহৃত হওয়ার নাটক সাজানোর কথা স্বীকার করেন।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে ডিবি। ডিবির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মালিকের ছেলেকে অপহরণ করতে পারলে একসঙ্গে অনেক টাকা পাওয়া যাবে এই লোভে পরিকল্পনা করেছিলেন গাড়িচালক। মুক্তিপণের টাকাও নিয়েছিলেন। নিজেও অপহৃত হওয়ার অভিনয়ও করেছেন। কিন্তু একপর্যায়ে সব স্বীকার করতে বাধ্য হন।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ ব্যবসায়ীদের
  • ১২ জানুয়ারি ২০২৬
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন করতে না পারা সরকারের ব্যর্থত…
  • ১২ জানুয়ারি ২০২৬
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে…
  • ১২ জানুয়ারি ২০২৬
মাঝপথেই বিপিএল ছাড়তে চেয়েছিলেন গুরবাজ
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ফের ভর্তি আবেদন শুরু
  • ১২ জানুয়ারি ২০২৬
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9