চুয়েট ক্যাম্পাসে আতঙ্ক, বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৪ জুন ২০২২, ০১:৪৩ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে ক্যাম্পাসে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠায় আজ ১৪ জুন ২০২২ হতে ৫ জুলাই ২০২২ পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঈদুল আযহার বন্ধ ঘোষণা। এ নিয়ে একাডেমিক কার্যক্রম ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বরা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গত কয়েক দিন ধরে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাননীয় উপাচার্য এর সভাপতিত্বে  সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক এর সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তক্রমে ১৪/০৬/২০২২ইং থেকে আগামী ০৫/০২/২০২২ইং পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) এবং আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। প্রসঙ্গত এ বিশ্ববিদ্যালয়ে আগামী ০৬/০৭/২০২২ইং হতে ১৪/০৭/২০১৬ইং পর্যন্ত পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

ছাত্রদেরকে আজ (১৪/০৬/২০২২ইং) মঙ্গলবার বেলা ৫টার মধ্যে এবং ছাত্রীদেরকে আগামীকাল (১৫/০৬/২০২১ইং) বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। স্নাতকোত্তর পর্যায়ের চলমান সকল একাডেমিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি ও সশস্ত্র অবস্থানে গতকাল সোমবার দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার ভোররাত থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে হেলমেট পরিহিত একটি গ্রুপকে অবস্থান করতে দেখা যায়। চুয়েটে চলমান উত্তেজনাকর পরিস্থিতি ঠেকাতে আরও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ইট দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত নেতাকে
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬