নোবিপ্রবিতে ১০ বহিরাগত আটক, ছাড়া পেলেন মুচলেকা দিয়ে

০৮ জুন ২০২২, ০৯:৫৬ AM
বহিরাগত আটক

বহিরাগত আটক © সংগৃহীত

সন্ধ্যার পর অহেতুক ঘোরাঘুরির কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টরিয়াল বডির হাতে ১০ বহিরাগত আটক হয়েছেন। তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছিল। পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা। 

মঙ্গলবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, সন্ধ্যার পর নির্জন এলাকাগুলোতে বহিরাগতদের আনাগোনা দেখা গেছে। দীর্ঘদিন ধরে তারা এসে মাদক সেবনসহ নানান কাজে জড়িত হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে। তাই অভিযান চালিয়ে ১০ বহিরাগতকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তারা আগামীতে আসবে না বলে কথা দিয়েছে। তাই মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় সহকারী প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬