পাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

০৩ জুন ২০২২, ১০:৪৬ PM
পাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

পাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান © টিডিসি ফটো

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ জেগে উঠেছিল এবং বাঙালি জাতি একত্রে মিলিত হয়েছিল। হাজারো মা বোনেরা সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অনেক মা বোন তাঁদের স্বীকৃতি পাননি বলে মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। আজ শুক্রবার (০৩ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক একটি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরিদা আক্তার২০২০ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। এত সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী -২তে অনুষ্ঠানটি শুর হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বলেন, মুক্তিযুদ্ধ একটি নিরবচ্ছিন্ন, একটি ইতিহাস ও মহাকাব্যিক শব্দ। শব্দটিকে স্মরণ করলে আমরা শক্তি পাই, সাহস পাই। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সবার ভিতরে থাকতে হবে। সামনে তাকাতে হলে আমাদের পিছনের ইতিহাসও স্মরণ করতে হবে। তিনি মাঠের যোদ্ধাদের কথা স্মরণ করে বলেন, তাঁরা কোনো কিছু না ভেবেই দেশের জন্য যুদ্ধ করেছেন এবং জীবন দিয়েছেন। তিনি বলেন, সঠিক তথ্য এবং বিভিন্ন কারণে তাঁদের মূল্যায়িত করতে পারিনি। সকলে মিলে আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধকে উপলব্ধি এবং অন্তরে ধারণ করে, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস চক্রের মূূলহোতা শিক্ষিকাসহ আটক ১১

উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, বিভক্তি এবং বৈষম্যের কারণেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মাধ্যমে জাতি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল ।আদেমের মাঝে এখনও বিভক্তি আছে। এ সকল মতভেদ ভুলে দেশ ও জাতি গঠনে আমাদেরকে কাজ করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুষ্ঠানে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমাদের জন্য একটি বিশেষ ও আনন্দের দিন। আমাদেরকে মুক্তিযুদ্ধের উপর বেশি বেশি আলোচনা করতে হবে। তাহলে নতুন প্রজন্ম আমাদের বীরত্বগাঁথা সংগ্রামের কথা জানতে পারবে। তিনি বলেন, আমাদেরকে জয়ী ও সংগ্রামী মানুষকে অনুসরণ করতে হবে। সংগ্রামী মানুষের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

এসময় অনুষ্ঠান শেষে  সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রসায়ন বিভাগের শিক্ষার্থী ইশারত হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সত্যিই খুব তথ্য বহুল আলোচনা ছিলো। এই আলোচনায় প্রধান অতিথি বীর নারী মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার আপার কাছ থেকে  মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প, বঙ্গবন্ধুর ভূমিকা,নারী মুক্তিযোদ্ধাদের ভূমিকাসহ অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। এমন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের যেন আরো আয়োজন করা হোক সেই প্রত্যাশা জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষাক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬