রেললাইনে বান্ধবীর সঙ্গে আলাপকালে ছিনতাইয়ের কবলে পাবিপ্রবি ছাত্র

মো. আলাউদ্দীন
মো. আলাউদ্দীন  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বুধবার (২৫ মে) পাবনা শহরের মেরিল বাইপাস সংলগ্ন মনসুর আলী কলেজের পেছনের রেললাইনে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া শিক্ষার্থীর নাম মো. আলাউদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. আলাউদ্দীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বান্ধবীর সঙ্গে মেরিল বাইপাসে মনসুর আলী কলেজের পেছনের রেললাইনের উপর বসে পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় ৫-৭ জন অজ্ঞাত যুবক এসে আমাকে আর আমার বান্ধবীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

তিনি বলেন, আমি তার প্রতিবাদ করলে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুশি-লাথি মারতে থাকে। এতে আমি আহত হয়ে পড়ে যাই। এক পর্যায়ে ওদের একজন আমার গলায় ছুরি ধরে আমার কাছে থাকা মোবাইল, টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আমাকে আমার বান্ধবী এবং কয়েকজন বন্ধু এসে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: পাবিপ্রবি কর্মকর্তার সঙ্গে সহকর্মীর প্রেম, ক্যাম্পাস গেইটে আরেক প্রেমিকার আত্মহত্যা চেষ্টা

এ ঘটনায় দুপুরে পাবনা সদর থানায় মৌখিক অভিযোগ এবং বিকেলে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. আলাউদ্দীন।

এই বিষয়ে জানতে চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসিবুর রহমান জানান, আমরা ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরপরই পাবনা সদর থানাকে বিষয়টি অবহিত করি। আশা করি উনারা অতিদ্রুত ছিনতাইকারীদের আইনের নিয়ে আসতে সক্ষম হবেন।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুপুরে শিক্ষার্থীরা থানায় এসে অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা এসআই সাগরের নেতৃত্বে ঘটনাস্থলে একটি ফোর্স পাঠাই। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাউকে ধরতে সক্ষম হইনি। তবে আমাদের একটি দল ছিনতাইকারীদের খুঁজে বের করার জন্য কাজ করে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence