আমরা সবসময় বুয়েটের পাশে থাকবো: পরিকল্পনামন্ত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান  © টিডিসি ফটো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রীর শিক্ষার বিষয়ে বিশেষ আগ্রহ এবং দরদ আছে। সুতরাং সরকার, পরিকল্পনা মন্ত্রণালয়, বিইপিআরসি আমরা সবসময় বুয়েটের পাশে থাকবো। শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

অনুষ্ঠানে বুয়েট যুগোপযোগী ১০টি গবেষণা প্রকল্পকে অনুদানের জন্য নির্বাচিত করেছে। বুয়েটের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে ১০টি যুগোপযোগী গবেষণা প্রকল্পকে অর্থায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর তত্ত্বাবধানে এই প্রথমবারের মতো রিসার্চ পোর্টালের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা আহবান করা হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের বক্তব্যের সঙ্গে সহমত ঢাবি উপাচার্যের

এতে ৪৫টি প্রস্তাবনা জমা পড়ে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩৭টি বাছাই করা হয়। এরপর দেশ এবং বিদেশের সর্বমোট ১১১ জন পর্যালোকের মতামতের ভিত্তিতে ৩৭টি গবেষনা প্রকল্প থেকে ১০টিকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বুয়েটের সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত, ইউনিলিভার বাংলাদেশ, ওয়াল্টন, বেক্সিমকো, এনার্জি প্যাক সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বুয়েটের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন পরিদপ্তর, ইনস্টিটিউট এবং সেন্টারের প্রধানগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence