নিজেকে গড়তে পারলেই দেশকে গড়তে পারবে: যবিপ্রবি উপাচার্য

০২ এপ্রিল ২০২২, ০৭:৫০ PM
যবিপ্রবি উপাচার্য

যবিপ্রবি উপাচার্য © টিডিসি ফটো

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, এমনভাবে পড়াশোনা করো, যেন সেটি তোমার পরিবার, সমাজ, দেশ তথা জাতির জন্য কাজে লাগে। নিজেকে গড়ো, নিজেকে গড়তে পারলেই দেশকে গড়তে পারবে।

শনিবার (২ এপ্রিল) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, পৃথিবীর গতিধারা, উন্নয়ন ও সমাজ বুঝে নিজেকে তৈরি করতে হবে। তাহলে নিজেদের জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। একটি জাতিকে সামনে এগিয়ে নিতে যে জ্ঞান ও বিদ্যা অর্জন করা দরকার, আমরা যেন সেটি করতে পারি।

তিনি আরও বলেন, করোনার আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি বা এ ধরনের দুর্যোগ এলে যেন শিক্ষা ব্যবস্থা বন্ধ যেন না হয়, এ জন্য এ বিশ্ববিদ্যালয়ের পাঠদানের পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। প্রতিটি বিভাগে দুটি করে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এ পদ্ধতিতে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না। করোনার কারণে যেটুকু হয়েছে, সকলের সহযোগিতায় সেটি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

আরও পড়ুন : রমজানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্ম ঘণ্টার পরিবর্তন

ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম জামিলা, সহকারী অধ্যাপক ফারজানা নাসরীন, তন্ময় মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন সুলতানা, তানজীর আহমেদ এবং প্রভাষক আব্দুল ওয়াহিদ দীপ্র ও নিহাল ফারহান কবীরসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে উপাচার্য প্রথমবর্ষের শিক্ষার্থীদের হাতে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মুদ্রিত একাডেমিক তুলে দেন এবং ক্যালেন্ডারে উল্লিখিত নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন।
আলোচনা সভা পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান। আলোচনা সভা শেষে ইংরেজি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

লন্ডনে ট্রাক চাপায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
  • ২১ জানুয়ারি ২০২৬
লুইস সুয়ারেসের জোড়া গোলে পিএসজিকে হারাল স্পোর্তিং সিপি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি
  • ২১ জানুয়ারি ২০২৬
ছন্দ হারিয়েছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হার
  • ২১ জানুয়ারি ২০২৬
দল বেঁধে জুলাই স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা…
  • ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9