যবিপ্রবিতে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন

১৪ মার্চ ২০২২, ০৬:৩৮ PM
যবিপ্রবিতে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা

যবিপ্রবিতে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা © সংগৃহীত

পায়রা উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, গণিত অলিম্পিয়াড, নবীন বরণসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পায়রা উড়িয়ে আন্তর্জাতিক গণিত দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

পায়রা উড়ানোর পর শুরু হয় শোভাযাত্রা। গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ করছে বিশ্ববিদ্যালয়গুলো

শোভাযাত্রা শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় গণিতের চর্চা বাড়াতে হবে। যে জাতি ভাল গণিত জানবে না, সে জাতি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। এ জন্য সাধারণ গণিতের বাইরে ফলিত গণিতের উপরও জোর দিতে হবে। গবেষণার প্রায় সকল শাখায় গণিতের অপরিহার্য ব্যবহার রয়েছে। সুতরাং গণিতের পারদর্শিতা একটা জাতির জন্য অত্যন্ত জরুরি।’

শোভাযাত্রা শেষে বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রেজিস্ট্রেশনকৃত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান মো. বাদশা বুলবুল, দ্বিতীয় স্থান রাকিবুল হায়দার চৌধুরী এবং তৃতীয় স্থান আব্দুল্লাহ আল রিদোয়ান মাশুক অধিকার করেন। তাঁরা সকলেই গণিত বিভাগের শিক্ষার্থী। পরবর্তীতে গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: স্বাধীনতার মাসে বাংলার বাঘিনীদের পাকিস্তান জয়

প্রতিযোগিতা শেষে গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন গণিত ক্লাবের প্রতিনিধি নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিশনের উপস্থিতিতে বিভাগের সকল শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে গণিত ক্লাবের প্রতিনিধি নির্বাচন হয়। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবম তলায় গণিত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

যবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন রশীদ, শামীমা আক্তার, সমীরণ মণ্ডল, মো. নয়ন ঢালী, দীপা রায়, শারমিন বানু, প্রভাষক নজরুল ইসলাম, মোহাম্মদ আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদ, জে আর এম বোরহান, মো. রায়হান প্রধান এবং বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবি ক্যাম্পাসে প্রায় ১৫০০ কম্বল বিতরণ শিবিরের
  • ১০ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের শীতবস্ত…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9