হাবিপ্রবির অফিসারদের পারিবারিক মিলনমেলা

০৪ মার্চ ২০২২, ০৯:০৮ PM
অফিসারদের মিলনমেলা

অফিসারদের মিলনমেলা © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবীন অফিসারদের আয়োজনে অফিসারদের পারিবারিক মিলনমেলা’২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ মার্চ ) দিনাজপুরের রামসাগরে এ মিলনমেলা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, পরিকল্পনা, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, সহকারী প্রক্টর ড. ইয়াছীন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন- উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দ, হাবিপ্রবির বিভিন্ন শাখার উপপরিচালক, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী পরিচালক, সহকারী রেজিস্ট্রারসহ অন্যান্য অফিসারবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, যান্ত্রিকতাকে বিদায় দিয়ে প্রাকৃতিক পরিবেশে কর্মকর্তাদের সুন্দর আয়োজনে আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এমন অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি নিজেকেও একজন কর্মকর্তা হিসেবে দাবি করি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এর অংশীদার হতে হবে। যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এ ধরণের আয়োজন নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে।

উল্লেখ্য, মিলনমেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হলো শিশুদের জন্য বিস্কুট দৌড়, ছেলেদের জন্য হাড়িভাঙ্গা খেলা, মেয়েদের পিলো পাসিং, র‍্যাফেল ড্র, কনসার্ট প্রভৃতি।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬