হাবিপ্রবির ফিসারিজ অনুষদের নতুন ডীন ড. ইমরান পারভেজ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ PM
নবনিযুক্ত ডীন ড. ইমরান পারভেজ

নবনিযুক্ত ডীন ড. ইমরান পারভেজ © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিসারিজ অনুষদের নতুন ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ। বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘এ বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ডীন পদে নিযুক্ত প্রফেসর ড. এ.কে.এম রুহুল আমিন, ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের কার্যকালের মেয়াদ ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ২৩(৫) ধারা মূলে সংশ্লিষ্ট অনুষদের বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকদের মধ্য হতে পালাক্রমে প্রফেসর ড. ইমরান পারভেজকে আগামী দুই বছরের জন্য ফিসারিজ অনুষদের ডীন পদে নিযুক্ত করা হলো।’

আরও পড়ুন: মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নতুন ডীন হিসাবে দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘‘ ডীন পদটি একটি সম্মানের এবং দায়িত্বশীল পদ। এই পদে নিযুক্ত হয়ে আমি একদিকে যেমন সম্মানবোধ করছি অপরদিকে ঠিক অনেক দায়িত্ববোধের কথাও মনে করছি। বিশ্ববিদ্যালয়ের আইন-অনুযায়ী আমাকে ফিসারিজ অনুষদের ডীন নিযুক্ত করায় আমি হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানকে ধন্যবাদ জানাই। এ কাজে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা নিয়ে ফিসারিজ অনুষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’’

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬