ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো হাবিপ্রবি সাংবাদিক সমিতি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি  © ফাইল ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। 

সোমবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে হাবিপ্রবি সাংবাদিক সমিতি’র সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান’র নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুবাশ্বির, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ, কার্যনির্বাহী সদস্য মোঃ আবু সাহেব ও মোঃ হাবিবুর রহমান। এছাড়া সাধারণ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন গোলাম ফাহিমুল্লাহ আল মুজাহিদ, মোঃ রুবায়াইদ ইসলাম, তানভীর হোসেন, ফজলুল করিম, মশিউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত বলেন, " যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা নিজ মাতৃভাষায় কথা বলতে পারছি সে সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি "।

আবার, হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বলেন, " ভাষা শহীদরা যে উদ্দেশ্য নিয়ে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আমাদের উচিত সেই বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা "।

এদিকে শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান । এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, প্রগতিশীল শিক্ষক ফোরাম, ডীনবৃন্দ, অনুষদীয় সমিতি সমুহ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, হাবিপ্রবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ।

উল্লেখ্য যে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ( টিএসসি) নিচতলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের হাতে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন হাবিপ্রবির উপাচার্য।


সর্বশেষ সংবাদ