হাবিপ্রবিতে সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণারের যাত্রা শুরু

২৩ জানুয়ারি ২০২২, ০২:৪২ PM
হাবিপ্রবিতে ফাস্ট এইড কর্ণার চালু

হাবিপ্রবিতে ফাস্ট এইড কর্ণার চালু © টিডিসি ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণার চালু করা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকল হলের হল সুপারগণের হাতে চিকিৎসা সামগ্রী (ওয়েট মেশিন, প্রেসার মাপা মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ, অক্সিমিটার) তুলে দেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, মেডিক্যাল সেন্টারের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুনঃ নির্ধারিত সময়েই পাঁচ ব্যাংকের পরীক্ষা

এ সময় উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারির সময়ও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময়ে তাদের স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে আরও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি সকল বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহবান জানান এবং হল সুপারগণের প্রতি বিভিন্ন ধরণের দিক নির্দেশনা প্রদান করেন।

এদিকে, হাবিপ্রবি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হাবিপ্রবির মেডিকেল সেন্টারে দ্রুত চিকিংসক নিয়োগ প্রত্যাশা করে সাধারণ শিক্ষার্থীরা।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬