নোবিপ্রবির মেধাতালিকা প্রকাশ হতে পারে কাল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষোবর্ষের মেধাতালিকা আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশ করা হতে পারে। কোনো কারণে কাল মেধাতালিকা প্রকাশ না করা গেলে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল আলম।

তিনি বলেন, গতকাল সোমবার মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এই তালিকা নিয়ে শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত মেধাতালিকা স্থগিত রাখা হয়েছে। আমরা কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করতে চাই না। প্রকাশিত তালিকায় যারা ছিল তারাসহ নতুন করে অনেকে যুক্ত হবেন।

আরও পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন নোবিপ্রবির ৭ শিক্ষক

অধ্যাপক ড. দিদার-উল আলম আরও বলেন, নতুন তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি আগামীকাল এই তালিকা প্রকাশ করা হবে। তবে কোনো কারণে যদি কাল তালিকা প্রকাশ করা সম্ভব না হয়, তাহলে বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হবে।

তথ্যমতে, গত ২৪ নভেম্বর থেকে নোবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়। ৯ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় ছয়দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ শিক্ষার্থী।

আরও পড়ুন: নোবিপ্রবিতে আসন প্রতি লড়বে ৩৭ জন

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৯ হাজার ৬১৯ জন, ‘বি’ ইউনিটে ১০ হাজার ৩১৪, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৩১৬, ‘ডি’ ইউনিটে (সাইন্স) ৮ হাজার ৯৯৬, মানবিকে ৭৫৪, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২ হাজার ৩৪১, ‘ই’ ইউনিটে ৫ হাজার ৫০৬ এবং ‘এফ’ ইউনিটে ৩ হাজার ৭৩৯ জন আবেদন করেছেন।

জানা যায়, মোট ৬টি গ্রুপে ১৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে। প্রতি গ্রুপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং ‘ই’ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং এফ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: নোবিপ্রবিতে আবেদন করেছে ৫২ হাজার ২৮৫ জন

‘এ’ গ্রুপে আসন সংখ্যা ৩১৫, বি গ্রুপে আসন সংখ্যা ১৭৫, সি গ্রুপে আসন সংখ্যা ২৪৫, ডি গ্রুপে আসন সংখ্যা ৩৭৭, ই গ্রুপে আসন সংখ্যা ১৬৫ এবং এফ গ্রুপে আসন সংখ্যা ১১৪টি।


সর্বশেষ সংবাদ