হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭ PM

© ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৯তম একাডেমিক কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে সভাটি শুরু হয়ে চলে রাত ৮ টা পর্যন্ত।

এই সভার সিদ্ধান্ত মোতাবেক হাবিপ্রবির ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাবিপ্রবির এক শিক্ষক জানান, শীতকালীন ছুটি অপরিবর্তিত থাকছে। তবে ২০২২ সালের ক্যালেন্ডার থেকে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত সময়ের মাঝে প্রদানের ব্যাপারটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই দুই বিষয়ে।

এদিকে বিজ্ঞান অনুষদের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির ব্যাপারে জটিলতা কেটে গেছে বলে জানা যায় ।

প্রসঙ্গত, হাবিপ্রবির ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়ার জোর দাবি জানিয়ে আসছিলো। মঙ্গলবারের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬