হাবিপ্রবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বিজনেস এন্ড ইকোনোমিক্স চ্যালেঞ্জ’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করেছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদ।

আগামী সোমবার (৮ নভেম্বর) অনলাইন প্লাটফর্মে বিজনেস ও ইকোনমিক্স চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও নতুন ধারনার অনুসন্ধানে করণীয় শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক মোঃ কুতুব উদ্দিন।

গবেষণা সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।ICBEC-2021 সম্মেলনের সদস্য সচিব মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ খসরু মিয়া। চারটি পর্বে চারটি বিষয়ের উপর গবেষণাপত্র উপাস্থাপন ও আলোচনা করবেন নিবন্ধিত ও আমন্ত্রিত বিজনেস গবেষকরা।

আয়োজিত গবেষণা সম্মেলনের প্রথম পর্বে ক্রিয়েটিভ একাউন্টটিং এন্ড আর্নিং ম্যানেজমেন্ট, ২য় পর্বে ফিন্যান্স এন্ড ইকোনোমিক্স, ৩য় পর্বে এন্টারপ্রিনিওয়ারশিপ এন্ড ম্যানেজমেন্ট এবং সর্বশেষ পর্বে আলোচনা হবে কনটেম্পোরারি মার্কেটিং ইস্যু নিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেস্ট পেপার এওয়ার্ড ICBEC- 2021 এর নাম ঘোষনা করবেন হাবিপ্রবি উপাচার্য। সর্বশেষ অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হবে গবেষণা সম্মেলনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence