বুয়েটের পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৪:০৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২১, ০৬:২৬ PM
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুইবার পেছানোর পর অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তবে সম্প্রতি করোনা সংক্রমণের হার কমে আসায় শিগগির এই ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণে বসবে প্রকৌশলে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি।
বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে ভর্তি কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণের বিষয়ে দুয়েকদিনের মধ্যে আমরা বসবো। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
তথ্য মতে, বর্তমানে দেশের প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। এরপরই রয়েছে প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয়। সাধারণত বুয়েটের ভর্তি পরীক্ষার পরপরই এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করেন সংশ্লিষ্টরা। বর্তমানে করোনার কারণে স্থগিত রয়েছে বুয়েটের ভর্তি পরীক্ষা, একই কারণেও স্থগিত রয়েছে তিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা।
প্রকৌশলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজনের সংশ্লিষ্টরা বলছেন, রীতি অনুযায়ী বুয়েটের পরপরই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই এবারও সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না। বুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার পরে প্রকৌশলে গুচ্ছ ভর্তি পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রকৌশলে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বুয়েটের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দিকে তাকিয়ে আছি। বুয়েট তাদের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দুয়েকদিন পরেই প্রকৌশলে গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। অর্থ্যাৎ, বুয়েটের পর এবারও প্রকৌশলে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এ নিয়ে প্রাথমিক আলোচনা করেতে চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের শুরুতে বসবে কেন্দ্রীয় ভর্তি কমিটি। সেখানে প্রাথমিক আলোচনা করে কোন একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা অক্টোবরের শেষ সপ্তাহে নেয়ার চিন্তা