প্রকৌশলে গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আজ

২৬ জুলাই ২০২১, ১০:৩৬ PM
তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা

তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এক অনলাইন সভা ডেকেছিল কেন্দ্রীয় ভর্তি কমিটি। সেখানে করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসিরা।

সোমবার (২৬ জুলাই) রাতে কেন্দ্রীয় ভর্তি কমিটির ওই সভা শেষে এমনটাই জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সভায় উপস্থিত একজন সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার কারণে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হবে। তবে তিন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা মঙ্গলবার এটির অনুমোদন দেবেন এবং একইসঙ্গে পুন:নির্ধারিত তারিখও ঘোষণা করা হবে। সভায় তিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত ১২ জুন তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সেটি আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়। এখন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী অব্যাহত এবং চলমান কঠোর লকডাউন পুরোপুরি না উঠায় ভর্তি পরীক্ষা আবার পেছানো হবে। 

এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬