প্রকৌশল গুচ্ছ নিয়ে উপাচার্যদের বৈঠক আজ
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৮:০০ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ০৮:০৪ AM
তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে আজ রবিবার (৪ এপ্রিল) বৈঠকে বসছেন উপাচার্যরা। ভার্চুয়াল প্লাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আজকের বৈঠক প্রকৌশল গুচ্ছের নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনে প্রাথমিক বাছাই থাকবে কিনা, আবেদন ফিসহ আরও কিছু বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রকৌশল গুচ্ছের আহবায়ক ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রবিবার আমাদের একটি বৈঠক রয়েছে। বৈঠকে প্রকৌশল গুচ্ছের নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, বৈঠকের এজেন্ডা অনেকগুলো। তবে আবেদনের তারিখ, যোগ্যতা, আবেদন ফি এগুলো বেশি প্রাধান্য পাবে। বৈঠকে নেয়া প্রাথমিক সিদ্ধান্তগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে। সেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটি পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, আগামী ১২ জুন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট ছাড়া প্রকৌশল গুচ্ছে যাওয়া অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।