আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে যবিপ্রবি: উপাচার্য
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১০:১৩ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২০, ১০:১৩ PM
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন একার পক্ষে সম্ভব নয় জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, সরকারের সহযোগিতা পেলে যবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে সেটা সম্ভব নয়। প্রয়োজন সরকারের সার্বিক সহযোগিতা।
তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে আগ্রযাত্রা আজ শুরু হয়েছে, আরও সহযোগিতা পেলে আমরা অতি দ্রুত তার পূর্ণতা দিতে পারব। এ সময় তিনি যবিপ্রবির সম্প্রাসারণের জন্য ভূমি অধিগ্রহণসহ উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (শরীর চর্চা শিক্ষা দপ্তর) ড. মোহাম্মদ তোফায়েল আহম্মেদ প্রমুখ।