এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবি উপাচার্যের শ্রদ্ধা

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯ PM

© টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম. আব্দুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ বছর করোনভাইরাসের পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মরহুম এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার জালালপুরে মরহুম এম আব্দুর রহিমের সমাধিস্থলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার। এর আগে সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি ভিসি প্রফেসর ড.মু.আবুল কাসেমের ব্যক্তিগত সচিব (পিএস) মোহাম্মদ শামসুজ্জোহা বাদশা, কৃষিবিদ ফেরদৌস আলম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মরহুমের পরিবার, জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক শতাধিক সংগঠন শ্রদ্ধা নিবেন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর বিকেল ৫টায় প্রয়াত এম আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দিনাজপুর জেলা শহর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা আওয়ামী লীগের বাসুনিয়া পট্টির দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মরহুম জননেতা এম আব্দুর রহিম বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. নাদিরা সুলতানার বাবা।

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬