নোবিপ্রবি ভিসির ফেসবুক আইডি হ্যাক, চাইলেন বিকাশে টাকা

০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪২ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড মো দিদার-উল-আলমের ব্যক্তিগত ‘Md Didar Ul Alam’ নামের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। এ ঘটনায় তার আইডি উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

জানা যায়, আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নোবিপ্রবি উপাচার্যের প্রফেসর ড. দিদার-উল-আলমের ব্যক্তিগত একাউন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনের কাছ থেকে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে একটি পার্সোনাল বিকাশ একাউন্টে টাকা চাওয়া হয়। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় তারা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। পরবর্তীতে উপাচার্যের সাথে যোগাযোগ করে তারা একাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

নোবিপ্রবির প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, উপাচার্য স্যারের ব্যাক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। এতে কারও কাছে বিকাশের অনুরোধ আসলেও তা ইগনোর করার জন্য অনুরোধ করা হল।

নোবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, উপাচার্য স্যারের ‘Md Didar Ul Alam’ নামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি থেকে কাউকে অপ্রত্যাশিত ম্যাসেজ কিংবা কন্টেন্ট পাঠিয়ে থাকলে তা আমলে না নেয়ার অনুরোধ করেছেন উপাচার্য স্যার। সংশ্লিষ্ট আইডি উদ্ধার এবং হ্যাকের ঘটনা উদঘাটনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬