© টিডিসি ফটো
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষক সেবা কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কৃষকসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মু. আবুল কাসেম। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স কক্ষে যুক্ত হয়ে এটির উদ্বোধন ঘোষণা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও গবেষণা পরিচালনার কাজ দুইটি এ বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে চলতে থাকলেও প্রশিক্ষণ ও গ্রামােন্নয়নের কাজ দুইটি ছিল অবহেলিত। বর্তমানে আইকিউএসি এবং আইআরটি থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিতভাবে চাহিদাভিত্তিক ও প্রায়ােগিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই পাশাপাশি গ্রামােন্নয়নে কাজটি এতদিন অবহেলিত থাকলেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ বছরের শুরুতেই কৃষক সেবা কেন্দ্র উদ্বোধনকরা হয়েছে।
তিনি বলেন, বৃহত্তর দিনাজপুর অঞ্চলের কৃষকদের শস্য উৎপাদন, প্রাণী সম্পদ ব্যবস্থাপনা ও মৎস চাষ জনিত নানা সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে কৃষক সেবা কেন্দ্র ও কৃষি, প্রাণি সম্পদ ও মাৎস্য গবেষণা কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে বৃহত্তর দিনাজপুর এলাকার কৃষকদের সাথে একটি সেতু বন্ধন তৈরি করবে। এ ছাড়াও প্রাণী সম্পদ ব্যবস্থানা, রােগ নিরাময়ের লক্ষ্যে একটি ‘ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক’ উদ্বোধন করা হয়েছে। যার মাধ্যমে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের কৃষকসহ দেশের আপামর সকল কৃষককে এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেবা প্রদান অব্যাহত রয়েছে।
ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন খান লিখন, প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ইমরান পারভেজ, সহকারী রেজিস্ট্রার জীবন চন্দ্র রায়, ফার্ম ম্যানেজার ডা.মোস্তাক আহমেদ, কম্পিউটার প্রোগ্রামার ওয়ালিদ ইসলাম ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদুল হক খোকন প্রমুখ।