গুগল ও মাইক্রোসফটে ডাক পেলেন দুই চুয়েট ইঞ্জিনিয়ার

আক্কাস উদ্দীন জিসান (ডানে) এবং তানভীর উদয়
আক্কাস উদ্দীন জিসান (ডানে) এবং তানভীর উদয়  © টিডিসি ফটো

জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী আক্কাস উদ্দীন জিসান। তিনি চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৭ সালের ব্যাচের ছাত্র ছিলেন।

একইসঙ্গে বিখ্যাত বহুজাতিক সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটে চাকরি পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর উদয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯ সালের ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিগগিরই তিনি মাইক্রোসফটে যোগ দিবেন।

তিনি তৎকালীন রাইফেলস পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তানভীর পরিবারের সঙ্গে বর্তমানে ঢাকায় রয়েছেন।

এর মধ্য দিয়ে চুয়েটের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরও দুটি নাম। এর আগেও চুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আন্তর্জাতিক পরিসরে গুগলসহ বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন।


সর্বশেষ সংবাদ