দুর্যোগকালে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের পাশে শেখ নাঈম

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এবং ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নিম্ন মধ্যবিত্ত পরিবাবের শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে দুুঃসময় পার করছেন। শিক্ষার্থীদের এই সমস্যায় পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র এবং যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

করোনার সময়ে গোপালগঞ্জের বিভিন্ন মেসে আটকে পড়া শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি সম্প্রতি এই যুবলীগ নেতা আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় বসবাসরত বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগকর্মী এসকল উপহার সামগ্রী শিক্ষার্থীদের নিকট পৌঁছে দেন। এ বিষয়ে বশেমুরবিপ্রবির চার ছাত্রলীগ কর্মী মোঃ জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবুল শিকদার বাবু এবং ফাহাদ সার্জিল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে নাঈম ভাই সবসময়ই অত্যন্ত আন্তরিক। তিনি যখনই আমাদের মাধ্যমে জানতে পারলেন ঘূর্নিঝড় আম্পানের কারণে সাতক্ষীরায় বসবাসরত শিক্ষার্থীরা দুঃসময় পার করছে তাৎক্ষণিকভাবেই সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন।’

এসময় তারা আরো বলেন, ‘সাতক্ষীরার শিক্ষার্থীরা খুবই দুরবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে নাঈম ভাইয়ের এধরনের উদ্যোগে আমরা তাঁর নিকট কৃতজ্ঞ এবং তার এধরনের কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আমরাও মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই।’

উপহার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজবিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী বলেন, ‘করোনা এবং আম্পানের কারণে আমরা খুবই দুঃসময় পার করছি। এই উপহারসামগ্রী দিয়ে আমরা কয়েকদিন অন্তত ভালো থাকবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা এভাবে চিন্তা করায় আমরা কৃতজ্ঞ।’

ইতোপূর্বেও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি এবং চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্কে আইসিসি
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬
হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬