আবরার হত্যাকাণ্ডের পর প্রথম পরীক্ষায় বুয়েট শিক্ষার্থীরা

২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১ PM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা অবশেষে পরীক্ষায় অংশ নিয়েছেন। আবরার হত্যাকাণ্ডের পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বুয়েটের শেরে বাংলা হলে শিক্ষার্থীরা টার্ম ফাইনাল পরীক্ষায় অংশ নেন।

গত ৬ অক্টোবর বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা হত্যাকারীদের বিচারসহ ১০ দফা দাবি জানান।

পরবর্তীতে র‌্যাগের ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ তিনদফা দাবি জানান তারা। এসব দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পরে দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের মধ্যে শনিবার তারা পরীক্ষায় অংশ নেন।

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র অন্তরা তিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হওয়ায় অনেক ভালো লাগছে। প্রশাসন আমাদের সবগুলো দাবি পুরণের আশ্বাস দিয়েছে। তবে এখনও আমাদের দু’টি দাবি পুরণ হয়নি। এর মধ্যে একটি ছিলো, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। অন্যটি- আবরার হত্যা মামলার সকল খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেগুলো পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছি। তাদের দাবিগুলো পূরণ হওয়ার কারণে তারা পরীক্ষা দিচ্ছে। ক্লাস ও পরীক্ষা থেকে বিরত থাকায় তাদেরই বেশি ক্ষতি হচ্ছিল। এখন শিক্ষার্থীরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসায় আমরা আনন্দিত, তাদের সাধুবাদ জানাই।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬