ভর্তিচ্ছুদের বিনামূল্যে পানি-নাস্তা-কলম দিচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ১২:২৫ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০১৯, ১২:২৫ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আজ সোমবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়। দুই শিফটে এটি সম্পন্ন হবে।
বুয়েটে ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে পানি, নাশতা ও কলম সরবরাহ করছেন বুয়েটের শিক্ষার্থীরা। তাদের গঠন করা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সেগুলো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিতরণ করা হচ্ছে।
স্বেচ্ছাসেবীদের একজন জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের জন্য পানি, হালকা নাশতা এবং শিক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও কলমের ব্যবস্থা করেছেন। অনেক সময় ক্যালকুলেটর ও কলম শিক্ষার্থীরা আনতে ভুলে যান বা পথে হারিয়ে ফেলেন।
সেজন্য ভর্তিচ্ছুদের জন্য এসবের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অভিভাবকরা হালকা পানি ও নাস্তার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করেন। তাদের সেই প্রয়োজন থেকেও পানি ও নাশতার ব্যবস্থা করেছেন বলে তারা জানিয়েছেন।
বুয়েটের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়, শিক্ষার্থীরা দু-তিনজন হয়ে গ্রুপভিত্তিক দাঁড়িয়ে আছেন। ক্যাম্পাসে আসা অভিভাবকদের তারা পথনির্দেশনা দিচ্ছেন।
এ বছর ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮টি আবেদন পড়েছিল। তার মধ্যে থেকে ১২ হাজার ১৬১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে আট হাজার ৮৯৬ জন ছাত্র ও তিন হাজার ২৬৫ জন ছাত্রী।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মেধা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবেন এক হাজার ৬০ জন। এরমধ্যে এক হাজার পাঁচ জন ইঞ্জিনিয়ারিং বিভাগে ও ৫৫ জন আর্কিটেকচার বিভাগে ভর্তি হতে পারবেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ২টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা হবে। পরীক্ষার ১২ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে দুদিনের জন্য আন্দোলন শিথিল করা হয়।