ভিসি নাসিরকে লাল কার্ড দেখালেন আন্দোলনরত শিক্ষার্থীরা

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ PM
 ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) ড. খোন্দাকার নাসিরউদ্দিনকে লাল কার্ড দেখালেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আন্দোলন নবম দিনে শিক্ষার্থীরা তাকে লাল কার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান। এর আগে বেলা সাড়ে ১১টায় তারা ভিসির কুশপুত্তলিকা দাহ করেন।

এসময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। ভিসির বিরুদ্ধে নানা স্লোগানে ক্যাম্পাস মুখর করে রেখেছেন তারা।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, ‘উপাচার্য দীর্ঘদিন যাবৎ আমাদের উপর স্বৈরাচারী আচরণ করে আসছেন। তিনি আমাদের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছেন। শিক্ষার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা ভিসিকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তার প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬