বশেমুরবিপ্রবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগের হিড়িক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫২ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫২ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সহকারী প্রক্টরদের পদত্যাগের হিড়িক পড়েছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ বৃহস্পতিবার আরেকজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করলেন। তবে তাঁদের মধ্যে একজন ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার পদত্যাগ করা সহকারী প্রক্টর হলেন মো. তরিকুল ইসলাম। তিনি বলেছেন, আজই তিনি রেজিস্ট্রার বরাবর সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করার পত্র পাঠিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
মো. তরিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগে শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদে এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই তিনি পদত্যাগ করেছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর যদি এ ধরনের আর কোনো ঘটনা ঘটে, তাহলে তাঁকে যেন বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক পদে দায়িত্ব না দেওয়া হয়, সেটাও কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছিলেন আরেক সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির। তিনি বলেছিলেন, প্রশাসনিক নির্দেশেই শিক্ষার্থীদের ওপর ওই হামলার ঘটনা ঘটেছে। এ জন্য তিনি পদত্যাগ করেছেন।
এ ছাড়া গতকাল বুধবার সহকারী প্রক্টর মো. নাজমুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। অবশ্য তাঁর পদত্যাগপত্রটির তারিখ লেখা আছে ২৩ সেপ্টেম্বর। তবে সেটি গৃহীত হয়েছে গতকাল।