বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করল বুটেক্স

২২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) © সংগৃহীত ও সম্পাদিত

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কর্তৃপক্ষ এই বছরের ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

বুটেক্স ২০১০ সালের ২২ ডিসেম্বর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অ্যালামনাইদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে “বিশ্ববিদ্যালয় দিবস” পালন করে থাকে।

বিগত বছরগুলোর তুলনায় এবছরে আরও জাঁকজমক ভাবে দিবসটি পালন করার কথা থাকলেও আসন্ন ২৭ ডিসেম্বর আসন্ন বুটেক্সে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কনভোকেশনের প্রস্তুতি গ্রহণ এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় দিবসের একদিন পূর্বে দিবসটির সকল আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়।

এ বিষয়ে ওসমানী হলের ছাত্র প্রতিনিধি ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক সাহা বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্রশাসন আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রস্তাব দিয়েছিলাম, র‍্যালি বাদ দিয়ে ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধভাবে অনুষ্ঠান করা যাক। তবে সর্বশেষ সিদ্ধান্ত হলের শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্ট মিল রাখার।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ বলেন, শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাসহ দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত করা হয়েছে। আপাত দৃষ্টিতে সিদ্ধান্ততি সঠিক বলেই মনে হচ্ছে। তবে আশা করছি, ভবিষ্যতে এটি আরও আড়ম্বরপূর্ণ ও শিক্ষার্থীবান্ধবভাবে উদযাপিত হবে।

আরও পড়ুন: বুয়েটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও বিভাগীয় ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা

নজরুল হলের ছাত্র প্রতিনিধি ও ৪৮তম ব্যাচের মো. আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় দিবস প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্যে একটি আবেগের জায়গা। আমরা প্রতিবার বিশ্ববিদ্যালয় দিবস অনেক জাঁকজমকের সাথে পালন করে থাকি। প্রতিবারের মতোই আমরা এবারও তা উৎযাপনে ইচ্ছুক ছিলাম। এমন অবস্থায় প্রশাসন যে কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উৎযাপন স্থগিত করেছেন তা পুরাটাই অযৌক্তিক। কারণ, আমাদের নিয়মিত পরীক্ষা উক্ত কারণে স্থগিত করা হয়নি এমন কি আমাদের বিশ্ববিদ্যালয় ও বন্ধ দেয়া হয়নি। ওপরদিকে নোটিশ দিয়েছেন মাত্র একদিন আগে। প্রশাসনের এমন সিদ্ধান্ত আমরা আবাসিক ছাত্ররা সকলেই হতাশ।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ ইমদাদ সরকার বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে হুট করে সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি। এটা বড় একটা অনুষ্ঠান। এইদিনে অনেক শিক্ষক শিক্ষার্থী এলামনাইদের জমায়েত হয়, এবার যেহেতু কনভোকেশনের জন্য অনুষ্ঠানটি করা যাচ্ছে না। এটা নিয়ে আরও আগেই প্রশাসনের সিদ্ধান্ত জানানো উচিত ছিল এবং বিশ্ববিদ্যালয় দিবস পালনে কোন কমিটি গঠনের প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মতামত দিবসটি উদযাপনের যে বাজেট টি সেটি শিক্ষার্থীদের কল্যাণমূলক অন্য কোনো খাতে খরচ করা যেতে পারে। যেমন আগামী ফেব্রুয়ারি মাসে বুটেক্স দাওয়াহ কমিউনিটি থেকে দেশের সনামধন্য ইসলামিক বক্তাদের নিয়ে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। যেহেতু সেখানেও অনেক বড় জমায়েত হবে তাই বাজেটটি এই খাতে দেয়া যেতে পারে।

বিশ্ববিদ্যালয় দিবস পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নিই এবং প্রস্তুতি শুরু করি। পরে মন্ত্রণালয়ে বিষয়টি জানালে নিরাপত্তার কারণে অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত আমাদের সর্বশেষ কমিটির মিটিংয়ে দুই হলের হল প্রতিনিধিরাও উপস্থিত ছিল। এসময় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এ বছর বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠিত হবে না।

 

 

শীতে গোসল নিয়ে দুশ্চিন্তা? সঠিক নিয়ম মানলেই ঠান্ডা লাগবে না
  • ১১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত প্রার্থীর চেয়ে বেশি সম্পদ গণঅধিকার পরিষদের প…
  • ১১ জানুয়ারি ২০২৬
জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম আবু তাহের
  • ১১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ১১ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিলের ১৩তম সমাবর্তন ২৮ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি এনসিপি নেতা আখতা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9