বুটেক্সের ক্লাসরুমে পোডিয়াম সংযোগ, শিক্ষাদানে ডিজিটাল রূপান্তরের পদক্ষেপ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্লাসরুমগুলো ডিজিটালাইজেশন করার কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষাক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে অধিকাংশ ক্লাসরুমে পোডিয়ামসহ কম্পিউটার সংযোগ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাদান পদ্ধতি আধুনিকীকরণের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার মান আরও কার্যকর ও আধুনিক করতে এই পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান প্রশাসন। এর মাধ্যমে শিক্ষকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, ভিডিও ও প্রেজেন্টেশন সহজে প্রদর্শন করতে পারবেন। এছাড়াও, এটি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আআসিটি) ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত করতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে স্মার্ট ক্লাসরুম বাস্তবায়নে এ পদক্ষেপকে প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বুটেক্সের ক্লাসরুমগুলোতে পোডিয়ামসহ কম্পিউটার স্থাপন কোনো বিশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় নয়, বরং প্রতিষ্ঠানের রাজস্ব বাজেট থেকে বাস্তবায়িত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় নিজস্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করছে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখছে।

বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ইতিমধ্যে এ ব্যবস্থার ইতিবাচক দিকগুলো উপভোগ করছেন। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘পোডিয়াম যুক্ত হওয়ায় শিক্ষকদের কিছু সুবিধা হয়েছে। অনেক ক্লাসরুম বা ল্যাবে কম্পিউটার থাকে না। এ ক্ষেত্রে ল্যাপটপ আনতে ভুলে গেলে বা কানেকশনে সমস্যা করলে পোডিয়ামটি সহায়ক হয়।’ 

তবে পোডিয়ামের তুলনায় স্মার্ট বোর্ড যুক্ত করা অধিক সুবিধাজনক হত কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, স্মার্ট বোর্ড অত্যন্ত ব্যয়বহুল, যা বহুসংখ্যক কক্ষে স্থাপন ও রক্ষণাবেক্ষণ কঠিন।

বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ মো. মামুন কবির বলেন, ‘বুটেক্সের ক্লাসরুমগুলোতে পোডিয়ামসহ কম্পিউটার সংযোগের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষকরা মাল্টিমিডিয়া কনটেন্ট ব্যবহার করে কার্যকর ও আকর্ষণীয় ক্লাস নিতে পারবেন এবং শিক্ষার্থীরা ইন্টার‌্যাকটিভ ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে। এটি রাজস্ব বাজেট থেকে বাস্তবায়িত একটি উদ্যোগ। বর্তমানে অধিকাংশ ক্লাসরুমে এটি চালু হয়েছে এবং অবশিষ্ট রুমগুলোতে আগামী ২-৩ মাসের মধ্যে কম্পিউটার স্থাপন সম্পন্ন হবে। এ উদ্যোগের মাধ্যমে বুটেক্সের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি-সমৃদ্ধ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. আসিফ ইসলাম বলেন, ভার্সিটিতে পোডিয়াম স্থাপনের ফলে ক্লাসরুমের সামগ্রিক পরিবেশ আরও সংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ হয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীরা প্রজেক্ট ও থিসিস প্রেজেন্টেশনে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। পোডিয়াম অফিসিয়াল অনুষ্ঠান, সেমিনার এবং অন্যান্য একাডেমিক ইভেন্ট পরিচালনার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা পালন করছে।

বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এ উদ্যোগ আমাদের আধুনিক শিক্ষার সাথে মানিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে।’

এ ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষকরা এখন সহজেই মাল্টিমিডিয়া কনটেন্ট, গবেষণা উপাত্ত ও প্রেজেন্টেশন ক্লাসরুমে প্রদর্শন করতে পারছেন। অন্যদিকে শিক্ষার্থীরা অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে বিষয়বস্তু দ্রুত ও সহজে বুঝতে পারছে। এটি তাদের ডিজিটাল শিক্ষায় অভ্যস্ত করে তুলছে, যা ভবিষ্যত উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence