হাবিপ্রবিতে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ১০ লাখ টাকা
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ PM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা কার্যক্রমে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা, যা গত অর্থবছরের ২ কোটি ৮০ লাখ টাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা বেশি।
বিশ্ববিদ্যালযের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং ( আইআরটি) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মোট ১২৩টি স্বতন্ত্র গবেষণা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের ১৩টি চলমান কোলাবরেটিভ প্রকল্প এবং ২০২৩-২৪ অর্থবছরের ৪টি প্রকল্পও কার্যক্রমে রয়েছে।
স্বতন্ত্র প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা, চলমান কোলাবরেটিভ প্রকল্পে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা, আর ৩ বছর ধরে চলমান প্রকল্পে প্রায় ১৮ লাখ টাকা। গবেষণার আনুষঙ্গিক খরচসহ মোট বাজেট দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ টাকা।
ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন বলেন, ‘উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্যা স্যারের দিক নির্দেশনায় এ বছর আমরা গবেষণা ফান্ড গত বছরের থেকে ৩০ লাখ বেশি দিতে সক্ষম হয়েছি। আমাদের রিসার্চ সফলভাবে চলছে। আগামীতে রিসার্চ বাবদ বাজেট আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়ন ও বিশ্বমানের গবেষণার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বাজেট বৃদ্ধির ফলে কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মৎস্য ও ভেটেরিনারি অনুষদে উদ্ভাবনী গবেষণা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং দেশের কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি উদ্ভাবন ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।