যবিপ্রবির ৯৩ শিক্ষার্থী পেলেন আল-খাওয়ারিজমি এক্সিলেন্স অ্যাওয়ার্ড

০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ PM
শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি

প্রথমবারের মতো ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মেধাবী শিক্ষার্থীদের আল-খাওয়ারিজমি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৯৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। 

গত বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কাওয়ালি সন্ধ্যা ও পুঁথি পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

পাশাপাশি ইসলামিক কালচারাল সোসাইটির নবীন বরণ, অনলাইনে আয়োজিত সীরাত কুইজ ও সীরাত কার্নিভালের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। কাওয়ালী সন্ধ্যা ও পুঁথিপাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পীগোষ্ঠী হিসেবে  সংগীত পরিবেশন করেন যশোর সাংস্কৃতিক সংসদ, অদম্য সাংস্কৃতিক সংসদ, তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও ব্যতিক্রম সাংস্কৃতিক সংসদ। 

ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী মো: আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী ও বিজ্ঞানমনস্ক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে ক্লাবটি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় তিনজন সেরা ফলাফল কারীদের পুরস্কৃত করছেন ক্লাবটি। এতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হবে।

ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে সংস্কৃতির ধারণাকে বিকৃত ও সীমাবদ্ধভাবে দেখানোর ফলে ‘কালচার’ শব্দটি সাধারণ মানুষের কাছে ভুল অর্থে ব্যবহৃত হয়ে আসছে। এই অনুষ্ঠান সেই ভুল ধারণা ভাঙতে এবং ইসলামী সভ্যতার সৌন্দর্যকে সামনে আনতে একটি ব্যতিক্রমী উদ্যোগ হয়েছে বলে মনে করি। আমরা প্রথমবারের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রতিটি বিভাগের শীর্ষ তিন শিক্ষার্থীকে ‘আল-খাওয়ারিজমি একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেছি। যাতে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার প্রতি উদ্বুদ্ধ হয়ে ওঠে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদসহ অন্য শিক্ষকরা।

বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9